আবার শক্তিশেল।
লক্ষণের শক্তিশেল
প্রথম দৃশ্য । রামের শিবির
রাম: কাল রাত্তিরে আমি একটা চমৎকার স্বপ্ন দেখেছি । দেখলুম কি, রাবণ ব্যাটা একটা লম্বা তালগাছে চড়ছে। চড়তে চড়তে হঠাৎ পা পিছলে একেবারে - পপাত চ, মমার চ !
জাম্বুবান: তবে হয়ত রাবণ ব্যাটা সত্যি সত্যিই মরেছে - রাজস্বপ্ন মিথ্যা হয় না।
সকলে: হয় না, হবে না - হতে পারে না।
রাম: আমি হনুমানকে বললুম, "যা ব্যাটাকে সমুদ্রে ফেলে দিয়ে আয়।" হনুমান এসে বললে কি, "ফেলবারও দরকার হল না - সে এক্কেবারে মরে গেছে।"
সকলে: বা বা ! - একদম মরে গেছে - ব্যস। আর চাই কি, খুব ফূর্তি কর !
[বাইরে গোলমাল]
ঐ দেখ রাবণের রথ দেখা যাচ্ছে - দেখেছিস ? ঐটা রাবণ, ঐ যে লাঠি কাঁধে --
সকলে: সে কি ! রাবণ ব্যাটা তবু মরেনি - ব্যাটার জান্ তো খুব কড়াৎ !
জাম্বুবান: এই হনুমান ব্যাটাই তো মাটি কললে - তখন রাবণকে সমুদ্রে ফেলে দিলেই গোল চুকে যেত - না, ব্যাটা আবার বিদ্যে জাহির করতে গেছে - "এক্কেবারে মরে গেছে"
বিভীষণ: চোর পালালে বুদ্ধি বাড়ে -